কলকাতা, ১০ মে: সন্দেশখালি নিয়ে এক্স হ্যান্ডলে তোপ দাগলেন তথাগত রায়।তিনি লিখেছেন, “দিদিমার ডার্টি ট্রিকস ডিপার্টমেন্ট অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে ধোঁয়াশা তৈরিতে সচেষ্ট।”
তিনি লিখেছেন, “পিঠে বানানোর ছলে গ্রামের হিন্দু মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে কুকর্ম করা হচ্ছিল তা তো দিদিমার বসিরহাট থানা স্বীকার করে বসে আছে ! থানা তো উত্তম সর্দার ও শিবু হাজরার নামে ধর্ষণের এফএইআর করে দিয়েছে। কিন্তু চাষের জমি নোনা জলে ভাসিয়ে দিয়ে জমি বেহাত করার অভিযোগের ব্যাপারে তো প্রযুক্তি কিছু করতে পারে নি !”
অপর একটি এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “ডাকাতরা ধরা পড়ে যখন তাদের নিজেদের মধ্যে লুটের বখরা নিয়ে ঝগড়া হয়, এবং যারা অসন্তুষ্ট তারা বাকিদের পুলিশে ধরিয়ে দেয় । তৃণমূলেরও সেই দশা হয়েছে। মহাত্মা শাহজাহান কি বলে দেবেন সেই ভয়ে দিদিমার ডার্টি ট্রিকস ডিপার্টমেন্ট অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে ধোঁয়াশা তৈরিতে সচেষ্ট।”