kolkata

16 hours ago

Christmas celebration in kolkata: বড়দিনে ইকো পার্কে বিপুল জনসমাগম, মহানগরীর অন্যত্রও ব্যাপক ভিড়

ECO PARK (Symbolic picture)
ECO PARK (Symbolic picture)

 

কলকাতা, ২৫ ডিসেম্বর : বড়দিন ও শীত-উৎসবের আবহাওয়া বলতে যা বোঝায়, সেই হিমেল পরশ বুধবার সকাল থেকে তেমন ছিল না। কিন্তু বড়দিন বলে কথা! এই হাল্কা শীতের স্পর্শেই মেতে উঠল শহর। উৎসবের মেজাজটা অবশ্য সকাল থেকেই মালুম হচ্ছিল।

ছুটির দিনে চিড়িয়াখানা ও ইকো পার্কের পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, ইকো পার্ক, নিকো পার্ক, মিলেনিয়াম পার্কও ভিড়ে ঠাসা ছিল। ভিক্টোরিয়া আর ভারতীয় জাদুঘরের টিকিট কাউন্টারের সামনেও লম্বা লাইন দেখা গিয়েছে। সবমিলিয়ে বড়দিনের উৎসব মজা করেই উপভোগ করল মহানগরী।

You might also like!