Game

6 hours ago

Premier League 2024-25: লিভারপুল ৬-৩ গোলে হারাল টটেনহ্যামকে

Liverpool
Liverpool

 

লিভারপুল, ২৩ ডিসেম্বর : রবিবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচটি ছিল লিভারপুল ও টটেনহ্যামের মধ্যে। সেই ম্যাচে গোল উৎসব করে লিভারপুল ৬-৩ গোলে হারাল টটেনহ্যামকে। এই জয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল। ১৬ ম্যাচে ১২ জয় ও ৩টি ম্যাচ ড্রয়ে তাঁদের পয়েন্ট ৩৯। আর টটেনহ্যাম ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।

লিভারপুল প্রথম গোলের দেখা পায় ২৩ মিনিটে। গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস। আর ম্যাচের ৩৬ মিনিটে লিভারপুলের হয়ে গোলের ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের। তবে ৪১ মিনিটে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। এরপর ৪৬ মিনিটে ফের লিভারপুল গোল করে। গোল করেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই। প্রথমার্ধে ৩-১এ এগিয়ে থাকে লিভারপুল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই অর্থাৎ ৫৪ মিনিটে ব্যবধান বাড়ায় সালাহ। এর মিনিট সাতেক পর আবার দ্বিতীয় গোলটিও করেন সালাহ। ফলে ৫-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। এবারের লিগে সালাহর গোল হল ১৫টি। এরপর আর কোনো দলই গোল পায়নি। ফলে ৬-৩ গোলের উৎসব করে ম্যাচটি জিতে যায় লিভারপুল।

You might also like!