Country

5 hours ago

‘Horrific and senseless’: জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ি হামলায় আহত ৭ ভারতীয়ও

7 Indians injured in car attack at Christmas market in Germany
7 Indians injured in car attack at Christmas market in Germany

 

নয়াদিল্লি ও বার্লিন, ২২ ডিসেম্বর : জার্মানির শহর ম্যাগডেবার্গে নিয়ন্ত্রণহীন গাড়ি হামলায় আহতদের মধ্যে ৭ ভারতীয় নাগরিকও রয়েছেন। যদিও ভারতীয় নাগরিকদের গুরুতর আঘাত লাগেনি। জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে যে, তাঁরা ওইসকল আহত ভারতীয়দের সাথে যোগাযোগ রাখছেন।

জার্মানির ম্যাগডেবার্গে এই হামলার নিন্দা জানিয়েছে ভারত। উল্লেখ্য, জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৫০ কিলোমিটার দূরে ম্যাগডেবার্গে শুক্রবার সন্ধ্যায় ক্রিসমাস মার্কেটে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি লোকজনকে পিষে দেয়। এ ঘটনায় দুইজন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

You might also like!