বুয়েনস আইরেস, ২৩ ডিসেম্বর : আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব পার হওয়া তেমন কঠিন কিছু নয় আর্জেন্টিনার কাছে। বাকি ম্যাচগুলো খেলার জন্য ২০২৫ সালের মার্চে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। আগামী বছরের ২১ মার্চ থেকে শুরু হবে আর্জেন্টিনার বাছাই পর্বের পরিক্রমা। সেই দিন বাছাই পর্বের দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ৪ দিন পর অর্থাৎ ২৬ মার্চ নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা।এরপর থাকছে দীর্ঘ বিরতি। ৫ জুন, ১০ জুন ও ১৫ সেপ্টেম্বরে থাকছে বাছাই পর্বের ম্যাচ বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এর বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে এখনও তেমন কোনও সূচী নির্ধারিত হয়নি।
২০২৫ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্ব সূচী:
**২১ মার্চ (শুক্রবার) উরুগুয়ে-আর্জেন্টিনা
**২৬ মার্চ (বুধবার) আর্জেন্টিনা-ব্রাজিল
**৫ জুন (বৃহস্পতিবার) চিলি-আর্জেন্টিনা
**১০ জুন (মঙ্গলবার) আর্জেন্টিনা-কলম্বিয়া
**১০ সেপ্টেম্বর (বুধবার) আর্জেন্টিনা-ভেনেজুয়েলা
**১৫ সেপ্টেম্বর (সোমবার) ইকুয়েডর-আর্জেন্টিনা।