কলকাতা, ২৩ ডিসেম্বর : ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে স্বীকৃত পিটার থাঙ্গারাজ। ১৯৩৫ সালের ২৪ ডিসেম্বর তাঁর জন্ম হয়। কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন সেন্টার ফরোয়ার্ড, তারপর হয়ে গেলেন অসাধারণ একজন গোলরক্ষক। প্রতিটি ভারতীয় ফরওয়ার্ডের কাছে তিনি ছিলেন আতঙ্ক।
১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ভারতের হয়ে খেলেছিলেন। ইন্দোনেশিয়ায় ১৯৬২ সালের এশিয়ান গেমসের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। সব মিলিয়ে থাঙ্গারাজ ১৯৫৪ থেকে ১৯৬৬ সালের মধ্যে ৪টি এশিয়ান গেমসে খেলেছিলেন এবং ১৯৬৪ সালের এশিয়ান কাপে ইসরায়েলের পর দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলে ছিলেন। থাঙ্গারাজ ১৯৫৬ মেলবোর্ন এবং ১৯৬০ রোম অলিম্পিকে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ১৯৫৮ সালে তিনি এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
ক্লাব কেরিয়ারে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং-এ খেলেছেন। ৬০–এর দশকের শুরুতে সন্তোষ ট্রফিতে আধিপত্য বিস্তারকারী বেঙ্গল প্রাদেশিক দলেও অংশ নিয়েছেন। ভারতের কিংবদন্তি স্ট্রাইকার চুনি গোস্বামী এবং পিকে ব্যানার্জি তাঁকে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলরক্ষকের স্বীকৃতিও দিয়ে গেছেন। ১৯৬৭ সালে ভারতের প্রধান ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কার জিতেছিলেন। দেশ ও মহাদেশে ফুটবল গোল কিপিংয়ে বিপ্লব ঘটান পিটার থাঙ্গারাজ বোকারোতে ২৪ নভেম্বর ২০০৮-এ মারা যান।