কলকাতা, ১৯ ডিসেম্বর : ডিসেম্বরের মাঝামাঝিতে ফের শীত উধাও দক্ষিণবঙ্গে, হ্রাসের পরিবর্তে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও।
তাপমাত্রা বৃদ্ধি পেতেই শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে, বৃহস্পতিবার সকালে শহর ও শহরতলিতে ঠান্ডা সেভাবে মালুম হয়নি। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। শুক্রবার ও শনিবার আকাশ মেঘলা থাকতে পারে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।