কলকাতা, ১৮ ডিসেম্বর : ডিসেম্বরের মাঝামাঝিতে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও বুধবারও শহর ও শহরতলিতে ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়েছিল। সেটা কিছুটা কমজোরি হতে শুরু করেছে। আপাতত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।
আগামী রবিবারের পর ফের জাঁকিয়ে শীত ফিরে আসবে এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। বড়দিনের সপ্তাহে ফের কনকনে ঠান্ডা থাকবে। এমন সম্ভাবনাই রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকছে। পাশাপাশি পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তুরে হাওয়া দুর্বল হতে শুরু করেছে। যার ফলে শহর থেকে জেলায় বাড়ছে তাপমাত্রা। উধাও হচ্ছে শীত।