kolkata

15 hours ago

Suvendu Adhikari: ভিডিয়ো ও অডিও-ক্লিপ-সহ তৃণমূলের দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari (Symbolic picture)
Suvendu Adhikari (Symbolic picture)

 

কলকাতা, ২৮ ডিসেম্বর : “তৃণমূলের নেতারা এখনও অভ্যাস বর্জন করেননি। এরা সেই একই ভাবে আবাস যোজনার নামে টাকা তুলতেই ব্যাস্ত।” শনিবার এক্সবার্তায় এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রমাণ হিসাবে ভিডিয়ো ও অডিও-ক্লিপও দাখিল করলেন তিনি।

শুভেন্দুবাবু লিখেছেন, “TMC অর্থাৎ T= টাকা M=মারা C=কম্পানি একথা সর্বজনবিদিত। তোলামূল দলের নেতাদের কাটমানি খাওয়ার প্রবনতা ও দুর্নীতির মাধ্যমে টাকা রোজগারের অভিসন্ধি কোনো নিয়ন্ত্রণ মানে না।

আবাস যোজনার মাধ্যমে গরিব মানুষদের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি চাওয়া যেন "সরকারি" নিয়মে পরিণত হয়েছে এই রাজ্যে!

ভিডিও টিতে উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার সুভাষনগর বুথের তৃণমূল নেতা চিত্ত মন্ডল আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি গিয়ে ২০ হাজার টাকা তোলা দাবি করছেন। আমি আগেও প্রমান সহ সর্বসমক্ষে এরকম উদাহরণ পেশ করেছি কিভাবে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা তৃণমূলের নেতা কর্মীরা লুটে পুটে খেয়েছে।

রাজ্য জুড়ে সাধারণ গরীব মানুষকে আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে তৃণমূলের ছোটো বড়ো সব নেতাই। এই ভিডিয়ো আরও একবার প্রমান করল।”

You might also like!