Game

18 hours ago

Steve Smith: টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড স্টিভ স্মিথের

Steve Smith (Symbolic picture)
Steve Smith (Symbolic picture)

 

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর  : শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে স্টিভ স্মিথ তাঁর ১১তম টেস্ট সেঞ্চুরি করেন, যা যে কোনও ব্যাটারের দ্বারা সবচেয়ে বেশি। এই ম্যাচের আগে, স্মিথ চলতি সিরিজের ব্রিসবেনের তৃতীয় টেস্টে তাঁর সেঞ্চুরির পরে ১০ সেঞ্চুরিতে ইংল্যান্ডের জো রুটের সাথে যৌথভাবে ছিলেন।

শুক্রবার স্মিথ ১৬৭ বলে দুটি ৬ এবং নয়টি ৪ এর সাহায্যে মাইলফলক ছুঁয়েছেন। এই ভেন্যুতে তিনি তাঁর পঞ্চম সেঞ্চুরিটি করেন। প্রসঙ্গত, এমসিজিতে স্মিথের সেরা স্কোরও ভারতের বিপক্ষে ১৯২ রান। এটি স্মিথের ৩৪তম টেস্ট সেঞ্চুরি। তিনি এখন টেস্টে সেরা ১০ সেঞ্চুরি করার তালিকায় প্রবেশ করলেন। তিনি এখন সুনীল গাভাস্কার, মাহেলা জয়াবর্ধনে, ব্রায়ান লারা এবং ইউনিস খানের সাথে যৌথভাবে রয়েছেন।

ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি :

**স্টিভ স্মিথ - ১১টি

**জো রুট - ১০টি

**রিকি পন্টিং - ৮টি

**ভিভিয়ান রিচার্ডস - ৮টি।

You might also like!