Country

15 hours ago

Weather Forcast in Mumbai: শনিবারও ধোঁয়াশায় আচ্ছন্ন মুম্বই, বাতাসের গুণগতমান 'মন্দ' পর্যায়ে

Mumbai shrouded in smog on Saturday, air quality at 'poor' level
Mumbai shrouded in smog on Saturday, air quality at 'poor' level

 

মুম্বই, ২৮ ডিসেম্বর : বাণিজ্যনগরী মুম্বই শনিবার সকালেও ধোঁয়াশার মোড়া। মুম্বইয়ের প্রভাদেবী, প্যারোল, বান্দ্রা, মেরিন ড্রাইভ প্রভৃতি এলাকা শনিবার সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে মুম্বইয়ের বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে।

সকালের দিকে মুম্বই ধোঁয়াশায় আচ্ছন্ন থাকলেও, বেলা বাড়তেই আকাশ হয়ে যাচ্ছে পরিষ্কার। এদিন সকাল ৯টা পর্যন্তও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল মুম্বইয়ের বিভিন্ন এলাকা।

You might also like!