নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর :যাত্রীদের জন্য বিশ্বমানের পরিষেবা নিশ্চিত করতে ভারতীয় রেল ২০০ বন্দে ভারত স্লিপার রেক তৈরির বরাত প্রযুক্তি অংশীদারদের কাছে দিয়েছে। বর্তমানে ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন উৎপাদন পর্যায়ে রয়েছে। এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। পূর্ব রেলের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
ভারতীয় রেলে বিশ্বমানের যাত্রার অভিজ্ঞতা তৈরিতে এপ্রিল ২০১৮ থেকে শুধুমাত্র এলএইচবি (লিঙ্কে হফম্যান বুশ) কোচ তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, ২০১৪-২৪ সময়কালে উৎপাদিত এলএইচবি কোচের সংখ্যা ২০০৪-১৪ সময়কালের তুলনায় ১৬ গুণ বেশি। এই উন্নতমানের কোচ যাত্রীদের সুরক্ষা এবং আরামদায়ক ভ্রমণের জন্য তৈরি।
“সুগম্য ভারত মিশন”-এর অংশ হিসেবে ভারতীয় রেল বেশিরভাগ মেল ও এক্সপ্রেস ট্রেন এবং বন্দে ভারত ট্রেনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের (দিব্যাংজন) এবং চলাচলে অসুবিধাজনক যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা প্রদান করেছে। এই উদ্যোগকে রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব ভারতীয় রেলের অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।ভারতীয় রেলের এই পদক্ষেপ যাত্রী পরিষেবার ক্ষেত্রে আরও উন্নতি এবং দেশের পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।