কলকাতা, ১ জানুয়ারি : নববর্ষে পারদ নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আগামী কয়েকদিনও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, বছর শুরুর সঙ্গী হয়েছে কুয়াশা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে এই শীতের অনুভূতি কয়েক দিন পরেই আবার কমে যেতে পারে।
শুক্রবার ও শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে ফের শীত কমার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
বৃহস্পতির সকালেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কুয়াশা তুলনামূলক ভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
এই শীতের অনুভূতি খুব বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। কারণ পর পর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া আটকে রয়েছে। তাই রাতের তাপমাত্রা অল্প কমলেও এই সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। বরং সপ্তাহশেষে শীত কিছুটা কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।