Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

10 months ago

Assam: ১৩ মে 'অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দিবস' হিসেবে পালন করবে অসম

Assam will observe May 13 as 'Day Against Superstition'
Assam will observe May 13 as 'Day Against Superstition'

 

গুয়াহাটি : ১৩ মে 'অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দিবস' হিসেবে পালন করবে অসম।কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং বৈজ্ঞানিক সাক্ষরতা, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং সুস্থ সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করতে ১৩ মে-কে 'অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দিবস' হিসাবে ঘোষণা করেছে অসম সরকার। আজ রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কর্তৃক জারিকৃত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেছে রাজ্য।

প্ৰসঙ্গত, ১৩ মে তারিখ বিশেষ তাৎপর্য বহনকারী। কারণ ২০২৪ সালে প্রখ্যাত সমাজকর্মী তথা পদ্মশ্রী ভূষিতা বিরুবালা রাভার প্ৰয়াত হয়েছিলেন। অসমে কালাজাদু তথা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমৃত্য অক্লান্ত সংগ্রাম করেছিলেন বিরুবালা, সামাজিক এই ব্যাধি দূর করতে জীবন উৎসর্গ করেছিলেন তিনি।

You might also like!