Country

2 days ago

Assam: ১৩ মে 'অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দিবস' হিসেবে পালন করবে অসম

Assam will observe May 13 as 'Day Against Superstition'
Assam will observe May 13 as 'Day Against Superstition'

 

গুয়াহাটি : ১৩ মে 'অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দিবস' হিসেবে পালন করবে অসম।কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং বৈজ্ঞানিক সাক্ষরতা, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং সুস্থ সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করতে ১৩ মে-কে 'অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দিবস' হিসাবে ঘোষণা করেছে অসম সরকার। আজ রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কর্তৃক জারিকৃত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেছে রাজ্য।

প্ৰসঙ্গত, ১৩ মে তারিখ বিশেষ তাৎপর্য বহনকারী। কারণ ২০২৪ সালে প্রখ্যাত সমাজকর্মী তথা পদ্মশ্রী ভূষিতা বিরুবালা রাভার প্ৰয়াত হয়েছিলেন। অসমে কালাজাদু তথা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমৃত্য অক্লান্ত সংগ্রাম করেছিলেন বিরুবালা, সামাজিক এই ব্যাধি দূর করতে জীবন উৎসর্গ করেছিলেন তিনি।

You might also like!