নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বুধবার জন্ম শতবর্ষ। এই দিনটি সুশাসন দিবস হিসাবেও পালিত হচ্ছে। এদিন সকালে জাতীয় রাজধানীতে বাজপেয়ীর সমাধি ক্ষেত্র সদৈভ অটল-এ শ্রদ্ধা নিবেদন করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।
জন্মবার্ষিকীতে বুধবার বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ভারতরত্ন বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রমুখ।