International

1 week ago

CBI: রাশিয়ার সেনায় চাকরির টোপ দেওয়ার অভিযোগে সিবিআই হেফাজতে ৪

CBI (File Picture)
CBI (File Picture)

 

নয়াদিল্লি, ৮ মে: চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের রাশিয়ার সেনায় অন্তর্ভুক্ত করার অভিযোগে ৪ জনকে হেফাজতে নিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গেছে, যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলত এই চারজন। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, মিথ্যা কথা বলে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে রাশিয়ায় পাঠানো হয়েছিল। এরপর তাঁদের যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করা হয়।

মঙ্গলবার সিবিআই এক বিবৃতিতে বলেছে, এই পাচারকারীরা একটি সংগঠিত নেটওয়ার্ক হিসাবে কাজ করে এবং সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং তাদের স্থানীয় পরিচিতি এবং এজেন্টদের মাধ্যমে রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির জন্য ভারতীয় নাগরিকদের প্রলুব্ধ করতো।

You might also like!