Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

International

1 year ago

Russia's missile attack on Ukraine: ইউক্রেনের পাওয়ার গ্রিডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

Russia's missile attack on Ukraine
Russia's missile attack on Ukraine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা চালাল রাশিয়ার ২১০টি ক্ষেপণাস্ত্র, ড্রোন। আগস্টের পর ইউক্রেনে এটাই রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী কিয়েভ সহ একাধিক শহরের পাওয়ার গ্রিডে রাশিয়ার তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর জেরে বিদ্যুৎ বণ্টনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বহু এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন।

জানা গেছে, এদিন সকালে কিয়েভ ও আশপাশের শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, ‘বিদ্যুৎ পরিকাঠামোয় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ১২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি ৯০টি ড্রোন থেকে হামলা চালিয়েছে তারা।’ অন্যদিকে, শনিবার রাতে দক্ষিণের মাইকোলাইভে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘শত্রুরা ইউক্রেনজুড়ে বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে।’

You might also like!