International

2 weeks ago

Narendra Modi : খাদ্য ও জ্বালানির সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, জি-২০ বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

রিও ডি জেনিরো, ১৯ নভেম্বর : খাদ্য, জ্বালানির সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভারতের ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ ভাবনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনে অনুন্নত দেশগুলির সমস্যার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটে পড়তে হচ্ছে ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলিকে।

ক্ষুধা এবং দারিদ্রের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী। মোদীর মতে, খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটের প্রধান কারণ হল বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতের পরিস্থিতি। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ‘গ্লোবাল সাউথ’। তাই এই দেশগুলির সমস্যার কথা বাদ দিয়ে কখনও আলোচনা সদর্থক হতে পারে না বলেই মনে করছেন প্রধানমন্ত্রী। ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণে ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে। ব্রাজিলের এই উদ্যোগকেও সাধুবাদ জানান মোদী।


You might also like!