Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

International

11 months ago

Israeli Prime Minister Benjamin Netanyahu: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ আদালতের

Israeli Prime Minister Benjamin Netanyahu
Israeli Prime Minister Benjamin Netanyahu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেতানিয়াহুর পাশাপাশি প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, হামাস নেতা আল-মাসরির বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তাঁরা। তিন বিচারকের প্যানেল পরোয়ানা জারির সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইজরায়েল সরকার আইসিসির এই পরোয়ানাকে আমল দিতে চায়নি। গাজায় যুদ্ধাপরাধও তারা অস্বীকার করেছে।

গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল-গাজা সংঘাত ব্যাপক আকার নেয়। সেদিন ইজরায়েলে ঢুকে প্রায় ১,২০০ লোককে হত্যা করেছিল হামাস জঙ্গিরা। আরও ২৫০ জনকে তারা অপহরণ করে। এরপর থেকে গাজায় পালটা হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। সেখানে অন্তত ৪৪,০৫৬ জন নিহত হয়েছেন। গাজায় খাবার, জল, বিদ্যুৎ, ওষুধের তীব্র অভাব তৈরি হয়েছে।

এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও হামাস নেতা আল-মাসরিকে দায়ী করেছে। আদালত বলেছে, ’ওঁরা ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার জনগণকে খাবার, জল, ওষুধ, বিদ্যুৎ সহ বেঁচে থাকার জন্য অপরিহার্য সামগ্রী থেকে বঞ্চিত করেছে।’


You might also like!