West Bengal

2 weeks ago

Lok Sabha Election 2024:পদ্মের বুথ বিজেপি নেতাকে মারধর অভিযোগ,অভিযুক্ত তৃণমূল

Trinamool accuses Padmer booth of beating up BJP leader
Trinamool accuses Padmer booth of beating up BJP leader

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিজেপির বুথ সভাপতির বাড়িতে ঢুকে তাণ্ডব। মারধরে পা ভাঙল বুথ সভাপতির। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার বড়রা গ্রামে। মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাঁকরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির বুথ সভাপতি নিমাই ধীবরের। তদন্তে পুলিশ। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে পাল্টা আঙুল তুলছে।

এই বিষয়ে অনুপবাবু বলেন, "অন্যায়ভাবে আমাদের নেতাকে মারধর করেছে ৷ আমরা অভিযোগ করেছি ৷ যাতে যোগীর সভায় লোকজন নিয়ে উনি যা যেতে পারেন তাই আটকানোর চেষ্টা ।" অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের সিউড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা । তৃণমূল-কংগ্রেসের গড় বীরভূম লোকসভা কেন্দ্র দখলে নিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি ৷ যোগীর সভার আগে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বীরভূমের খয়রাশোলের বুথ সভাপতি নিমাই ধীবরকে মারধর করা হয় ৷

পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর । দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ খবর পেয়ে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা তাঁকে দেখতে যান ৷ পরে স্থানীয় তৃণমূল নেতা শেখ মনা, শেখ চম্পা-সহ বেশ কয়েকজনের নামে কাঁকরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিমাইবাবু ৷

অভিযোগে তিনি লেখেন, তাঁকে গুলি করে মারার হুমকিও দেওয়া হয়েছে । প্রসঙ্গত, গত 27 এপ্রিল খয়রাশোলে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপির অভিযোগ, তারপরেই বিজেপি কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে । যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বলেন, "মিথ্যা অভিযোগ ৷ প্রচারের আলোয় আসার জন্য এসব করছে । আমরা সংগঠন করি, মারামারি নয় ।"


You might also like!