দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যদিও এখনও পর্যন্ত উপাচার্যের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
২০০৮ সালে মালদহে প্রতিষ্ঠিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে মোট ২৫টি কলেজ। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠান থেকেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে, ওই অনুষ্ঠানে বেআইনিভাবে বিপুল অর্থ খরচ করা হয়েছিল। তদন্ত শুরু হতেই একাধিক গরমিল ধরা পড়ে এবং তা নিয়ে চর্চা চলছিল দীর্ঘদিন ধরেই। এর মধ্যেই গত ২৫ আগস্ট নতুন সমাবর্তনের আয়োজন করার কথা ছিল, কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। ফলস্বরূপ, তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি থেকে নথি, উত্তরপত্র চুরি-সহ এক গুচ্ছ অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বিরুদ্ধে। সেই কারণে একাধিক আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছিল। তা নিয়ে জল গড়িয়েছিল অনেকদূর। সেই এই পরিস্থিতিতে এবার পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের সিদ্ধান্ত নিল রাজভবন। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তারই মাঝে রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যকেই অপসারণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।