West Bengal

1 week ago

Guwahati:গুয়াহাটি থেকে চলবে আরও কয়েকটি সামার স্পেশাল ট্রেন

Few more summer special trains will run from Guwahati
Few more summer special trains will run from Guwahati

 

গুয়াহাটি : গ্রীষ্মের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে গুয়াহাটি থেকে তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি স্পেশাল ট্রেন গুয়াহাটি এবং জম্মু ও কাশ্মীরের জম্মু তাওয়াইয়ের মধ্যে উভয় দিক থেকে নয়টি ট্রিপের জন্য এবং আরেকটি গুয়াহাটি ও মহারাষ্ট্রের পুনের হাদপসারের মধ্যে উভয় দিক থেকে আটটি ট্রিপের জন্য চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য উভয় ট্রেনে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার এবং স্লিপার ক্লাস কোচ থাকবে। অন্য আরকেটি একমুখী স্পেশাল ট্রেন গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত একটি ট্রিপের জন্য চলাচল করবে।

আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, সামার স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৫৬ গুয়াহাটি-জম্মু তাওয়াই ৬মে থেকে ১ জুলাই পর্যন্ত প্রত্যেক সোমবার গুয়াহাটি থেকে ২০.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে বুধবার ১৭.৩৫ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছবে। ফেরত যাত্রার সময় সামার স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৫৫ জম্মু তাওয়াই-গুয়াহাটি ৯ মে থেকে ৪ জুলাই পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার জম্মু তাওয়াই থেকে ১০.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনিবার ১৩.২০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশাল ট্রেন রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বেগুসরাই, হাজিপুর, ছাপরা, গোরখপুর, লখনউ, বেরেইলি, সাহরানপুর, লুধিয়ানা, কাঠুয়া হয়ে চলাচল করবে।

অন্য আরেকটি সামার স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১০ গুয়াহাটি-হাদপসার ৬ মে থেকে ২৪ জুন পর্যন্ত প্রত্যেক সোমবার গুয়াহাটি থেকে ২০.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে বুধবার ১৮.২০ ঘণ্টায় হাদপসার পৌঁছবে। ফেরত যাত্রার সময় সামার স্পেশাল ট্রেন নম্বর ০৫৬০৯ হাদপসার-গুয়াহাটি ৯ মে থেকে ২৭ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার হাদপসার থেকে ১০.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনিবার ০৮.১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশাল ট্রেন রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, কাটিহার, বারাউনি, দানাপুর, বক্সার, মির্জাপুর, সাতনা, ইতর্সি, কোপারগাঁও হয়ে চলাচল করবে।

এই রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় এই স্পেশাল ট্রেনে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করার সুযোগ গ্রহণ করতে পারবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণ গুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদে রঅনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

তিনি আরও জানান, একমুখী স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৬৩ গুয়াহাটি-আগরতলা ৭ মে মঙ্গলবার ২৩.৩০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৬.০০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, স্লিপার ও জেনারেল কোচ দিয়ে গঠিত এই একমুখী স্পেশাল ট্রেন জাগিরোড, চাপরমুখ, হোজাই, লামডিং, নিউ হাফলং, বদরপুর, নিউ করিমগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট ও আমবাসা হয়ে চলাচল করবে।

You might also like!