Country

4 hours ago

Uttar Pradesh news:উত্তর প্রদেশে বিদ্যুৎস্পৃষ্টে মৃত তিন জনের ঘটনায় শোকপ্রকাশ রাজ্য মন্ত্রী

State Minister expresses grief
State Minister expresses grief

 

জৌনপুর, ২৮ আগস্ট  : বৃষ্টির মধ্যে খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যুর ঘটনায় বুধবার রাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন উত্তর প্রদেশের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী গিরীশচন্দ্র যাদব। তাঁর সঙ্গে ছিলেন জেলা শাসক দিনেশচন্দ্র-সহ প্রশাসনের আধিকারিকরা।

এদিন মন্ত্রী পরিবারগুলিকে সান্ত্বনা দিয়ে বলেন, এই কঠিন সময়ে সরকার-প্রশাসন তাঁদের পাশে আছে এবং নিয়মমাফিক সমস্ত সাহায্য পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ঘটনাটি জানানো হয়েছে।এদিন ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের তরফে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে, যাতে রয়েছেন সিটি এসপি, বিদ্যুৎ দফতরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং প্রধান রাজস্ব আধিকারিক।

You might also like!