দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃযেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে প্রায় অধিকাংশ বাড়িতেই ব্যবহার করা হচ্ছে AC। কিন্তু তার পরিচর্যা করাও জরুরি। তা না হলে একাধিক সমস্যা তৈরি হতে পারে। ঘর ঠান্ডা হতে যেমন দেরি হতে পারে তেমনই কম্প্রেসারের উপর চাপ পড়তে পারে। সেকারণে নির্দিষ্ট সময় অন্তর AC পরিষ্কার করা জরুরি।
শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আপনি নিজেই পরিষ্কার করতে পারেন তার জন্য কয়েকটি বিষয় জেনে নিলেই মিস্ত্রির খরচ বাঁচবে। কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন-
প্রথমত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ফিল্টার পরিষ্কার করে নিন। সেক্ষেত্রে প্রতিটি ইনডোর ইউনিটে সাধারণতঃ দুটি করে ফিল্টার থাকে। সেগুলি পরিষ্কার করা জরুরি।
দ্বিতীয়ত ইনডোর ইউনিটের ভেন্টগুলি নিয়মিত পরিষ্কার করা জরুরি। তা না হলে ভেন্টের সমস্যা তৈরি হতে পারে। এমনকি স্যুইঙেরও সমস্যা হতে পারে।
তৃতীয়ত, অতি পুরনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকলে তাহলে গ্যাসের পরিমাণ চেক করা প্রয়োজন। তার জন্য অবশ্যই সঠিক মিস্ত্রি ডাকা প্রয়োজন।