kolkata

1 week ago

Kolkata Rain: কলকাতায় স্বস্তির বৃষ্টি! জেলায় জেলায় শিলাবৃষ্টি

Kolkata Rain (File Picture)
Kolkata Rain (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর পূর্বাভাস নয়৷ কলকাতায় শুরু বৃষ্টি৷ ছিঁটেফোঁটা বৃষ্টি দিয়ে শুরু হয়ে হালকা জোরে বৃষ্টিতে ভিজছে শহরের একাধিক অংশ৷ সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে মেঘলা ছিল আকাশ৷ পাশাপাশি দিচ্ছিল হু হু করে হাওয়া৷

কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলা গুলিতে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে ঝোড়ো হাওয়া বইবে। টানা বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে হারে গরম পড়েছিল তার থেকে একটু হলেও রেহাই পেতে চলেছে তারা।

রাজ্যের সবকটি জেলাতেই রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের বেগ বেশি থাকতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি শুরু হয়েছে৷

একটানা গরমের দাপট চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র দাবদাহের হাত থেকে মিলছে না স্বস্তি। তবে এবার বঙ্গবাসীকে কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। বৃষ্টিতে ভিজবে দক্ষিণের প্রায় সমস্ত জেলা। যদিও এই মুহূর্তে জেলা পুরুলিয়াতে যথেষ্ট গরমের প্রভাব রয়েছে। তবে ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। তার সঙ্গে পরিবর্তন হবে তাপমাত্রার পারদ। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করেছে আগেই। এইদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে খুব শীঘ্রই জেলা পুরুলিয়ার মানুষেরা স্বস্তি পেতে চলেছে। বৃষ্টি বহাল থাকছে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃষ্টির পাশাপাশি কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।


You might also like!