Country

1 week ago

Vishnu Deo Sai:রামমন্দিরে গিয়ে কংগ্রেসে একঘরে, রাধিকা খেরার দলত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী

Vishnu Deo Sai
Vishnu Deo Sai

 

রায়পুর, ৬ মে : অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ায় বিপাকে ছত্তিশগড়ের কংগ্রেস নেত্রী। অভিযোগ, দলের অন্দরেই চাপের মুখে পড়তে হয় তাঁকে। বাধ্য হয়ে 'হাত' শিবির ছাড়তে হয় কংগ্রেস নেত্রী রাধিকা খেরাকে।

এপ্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, কংগ্রেস নারীদের ন্যায় নিয়ে কথা বলে, কিন্তু তারা যা বলে এবং যা করে তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যে কারণে কংগ্রেসের আজ এমন অবস্থা। কংগ্রেস আসলে সনাতন বিরোধী।

উল্লেখ্য, কংগ্রেসনেত্রী রাধিকা খেরা অভিযোগ করেন, ছত্তিশগড়ে প্রদেশ কংগ্রেসের অনেকেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এসবই শুরু হয় তিনি অযোধ্যায় রামমন্দিরে যাওয়ার পর। এ নিয়ে শীর্ষ নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁর কথায়, ‘আমি কখনই দলের নিয়মের বাইরে যাইনি। আমি হিন্দু। সনাতন ধর্মের অনুসারি। তাই অযোধ্যায় রাম মন্দিরে গিয়েছিলাম। আর তাই আমার প্রতি এমন অবিচার করা হল কংগ্রেসের তরফে।


You might also like!