kolkata

1 week ago

CV Anand Bose: রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

CV Anand Bose
CV Anand Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতেই আপত্তি রাজ্যের শাসক দলের। তাদের দাবি, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে প্রথম দফা ভোটের আগের দিন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।

আগামিকাল, শুক্রবার প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ৷ রাজ্যে তিন আসনে ভোট নেওয়া হবে ৷ উত্তরবঙ্গের ওই তিন আসন - কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোটাররা ভোট দেবেন ৷ প্রচার শেষ হয়েছে বুধবার বিকেলে ৷ তার পর ভোটগ্রহণ শুরু হওয়ার আগে পর্যন্ত চলছে সাইলেন্স পিরিয়ড ৷ তৃণমূলের অভিযোগ, সেই সায়লেন্স পিরিয়ডের মধ্যেই বেআইনিভাবে ওই কেন্দ্রগুলিতে প্রবেশ করার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

রাজ্য়ের শাসক দলের তরফে এই নিয়ে নির্বাচন কমিশনে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে যে এর আগে 18 ও 19 তারিখ কোচবিহার যাওয়ার কর্মসূচি ছিল রাজ্যপালের । জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পরে সেই কর্মসূচি বাতিল করা হয় । তবে আবার 18 ও 19 তারিখে আলিপুরদুয়ার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যপাল । এই কেন্দ্রেও আগামিকাল অর্থাৎ 19 এপ্রিল ভোট রয়েছে ।

তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই পরিস্থিতিতে যেন রাজ্যপালকে আলিপুরদুয়ার যেতে বাধা দেওয়া হয় । বলা হয়েছে যে তিনি উত্তরবঙ্গে গেলে বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷ সায়লেন্স পিরিয়ডের মধ্যে যেসব জায়গায় নির্বাচন হবে, সেসব জায়গায় কোনোরকম মিটিং মিছিল কিংবা বৈঠক করা যায় না নিয়মমতো । তাই জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের আরজি যেন আজ ও কাল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আলিপুরদুয়ার যাওয়া থেকে বিরত করা হয় ।


You might also like!