kolkata

2 weeks ago

Record temp rise in kolkata: ৪৪ বছরের মধ্যে এপ্রিলে সর্বাধিক, কলকাতায় তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রিতে

Temperatures in Kolkata reached 43 degrees, the highest in April in 44 years
Temperatures in Kolkata reached 43 degrees, the highest in April in 44 years

 

কলকাতা, ৩০ এপ্রিল: কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, মঙ্গলবার মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছে পারদ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ। মঙ্গলবার তার থেকেও প্রায় ২ ডিগ্রি উঠে তৈরি হল এপ্রিলে তাপমাত্রার গরমের নতুন রেকর্ড।

কলকাতায় এদিন সকাল থেকেই ছিল গরমের দাপট, বেলা বাড়তেই গরম আরও বাড়তে থাকে। অস্বস্তিকর গরমে নাস্তানাবুদ মহানগরীর বাসিন্দারা। দুপুরের দিকে কলকাতায় কার্যত লু বইতে থাকে। খুব প্রয়োজন ছাড়া বহু মানুষ ঘরের বাইরে বের হননি। কিন্তু, কর্মসূত্রে যাদের কলকাতায় আসা তাদের কোনও উপায় নেই। মাথায় ছাতা রেখেও স্বস্তি মেলেনি।

You might also like!