হায়দরাবাদ, ১৫ মে : লরির সঙ্গে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল বাসে। অন্ধ্রপ্রদেশে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও ২০ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পালনাডু জেলার চিলাকালুরিপেটার কাছে। চিলাকালুরিপেটা গ্রামীণ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বাপটলা জেলার চিন্নাগঞ্জাম থেকে হায়দরাবাদ যাচ্ছিল বাসটি, চিলাকালুরিপেটার ভারিপালেম ডঙ্কায় একটি টিপার লরির সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়।
জোরালো সংঘর্ষের জেরে বাসে আগুন ধরে যায়, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং কমবেশি আহত হয়েছেন ২০ জন। পরে বাস ও লরিতে আগুন ধরে যায়। আহতদের চিকিৎসার জন্য গুন্টুরে স্থানান্তরিত করা হয়েছে।