kolkata

1 week ago

Calcutta High Court:ফুড SI পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে CID তদন্ত,নিয়োগে স্থগিতাদেশ হাই কোর্টের

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর (ফুড এসআই) নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত FIR হয়েছে, সবগুলিকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে। আগামী ২২ মে রিপোর্ট দিতে হবে সিআইডি-কে। একইসঙ্গে আপাতত ওই পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি।

গত ১৬ ও ১৭ মার্চ ছিল খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা। অভিযোগ, খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষার প্রশ্ন একদিন আগেই বেরিয়ে যায়। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই সব প্রশ্ন ও উত্তর বিক্রির অভিযোগ ওঠে। এরপরেই পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়। মোট ৪৮০টি পদের জন্য প্রায় ১২ লাখ চাকরি প্রার্থী এবার পরীক্ষা দেন।

মার্চ মাসে ফুড এসআই পরীক্ষার সময়েই ওঠে প্রশ্নফাঁসের অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছিল পরীক্ষা। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে পাঁচজন মোবাইল নিয়ে ঢোকে। প্রশ্নপত্রের ছবি তুলে তা ভাইরাল করে দেয়। এই অভিযোগ পাঁচজনকে গ্রেফতারও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রধাননগর থানা এলাকার ভারতী হিন্দু বিদ্যালয় থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। বাকিদের মধ্যে একজনকে নেতাজি হাইস্কুল ও অপরজনকে মাটিগাড়ার কবি সুকান্ত হাইস্কুল থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, সোমবারই এসএসসি পরীক্ষার ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের ফলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। যার ফলে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে এসএসসি। এদিকে এই বিষয়ে চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের কোনওরকম দুশ্চিন্তা না করারই পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকী নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়কেও নিশানা করেছেন তিনি। আর সেই ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্যজুড়ে, তারই মাঝে এবার ফুড এসআই-এর প্রশ্নফাঁসের অভিযোগের তদন্তভার সিআইডি-র হাতে দিল কলকাতা হাইকোর্ট।


You might also like!