Country

1 week ago

LOK SABHA ELECTION 2024:'গরমের কথা ভেবে ভোটারদের জন্য সমস্ত প্রস্তুতি সারা', অধিক সংখ্যায় ভোটদানের আহ্বান রাজীবের

Chief Election Commissioner Rajeev Kumar
Chief Election Commissioner Rajeev Kumar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে চলতি লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুক্রবার ৷ 12টি রাজ্যের সঙ্গে একটিমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল আজ সামিল ভোট উৎসবে ৷ দেশজুড়ে 88টি আসনের মধ্যে এমন কিছু নির্বাচনী কেন্দ্রে আজ ভোটগ্রহণ, যেদিকে নজর থাকবে সকলের ৷ প্রথম দফায় দেশজুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের পরেও নির্বাচন কমিশনের ভাবনায় দেশজুড়ে চলা প্রখর গরমের দাপট ৷ তাপপ্রবাহের বিষয়টি মাথায় রেখে দ্বিতীয় দফায় প্রায় 16 কোটি ভোটারের জন্য সমস্ত বন্দোবস্ত সেরে রেখেছে নির্বাচন কমিশন ৷ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷

পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নেও কোনওরকম আপসে রাজি নন তারা, তাই নিরাপত্তার প্রশ্নেও সবকিছু প্রস্তুত বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ সংবাদসংস্থা এএনআই'কে রাজীব কুমার বলেন, "আজকের নির্বাচনের জন্য আমাদের গত দু'বছর ধরে প্রস্তুতি চলছে ৷ সকল বুথ সেজে উঠেছে ৷ গরমের কথা মাথায় রেখে ভোটারদের জন্য সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে ৷ সেখানে পানীয় জল যেমন থাকছে, তেমনই শৌচালয়, শামিয়ানা কিংবা পাখার ব্যবস্থাও থাকছে ৷"

রাজীব কুমারের কথায়, সবকিছু তৈরি; এবার বেশি বেশি সংখ্যায় এসে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পালা ৷ নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, "নিরাপত্তায় খামতি কোনওভাবেই চোখে পড়বে না ৷ সকল জেলাশাসক, এসপি, আধাসামরিক বাহিনীর সঙ্গে কমিশনের আধিকারিকদের দফায় দফায় বৈঠক হয়েছে ৷ মানুষও সজাগ রয়েছে ৷" তারপরেও কোথাও যদি অশান্তির আঁচ পাওয়া যায়, তাহলে প্রস্তুত রয়েছে নিরাপত্তাবাহিনী ৷ জানান রাজীব কুমার ৷

 দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের 8টি, অসমের 5টি, বিহার 5টি, ছত্তিশগড়ের 3টি, কর্ণাটকের 14টি, কেরলের সবক'টি (20টি), মধ্যপ্রদেশের 7টি, মহারাষ্ট্রের 8টি, মণিপুরের 1টি, রাজস্থানের 13টি, পশ্চিমবঙ্গের 3টি, ত্রিপুরার 1টি, জম্মু-কাশ্মীরের জম্মুতে ভোট ৷ শুক্রবার তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী হেমা মালিনী, কংগ্রেসের রাহুল গান্ধি, শশী থারুর, কেসি বেণুগোপাল, বিজেপির অরুণ গোভিল, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ ৷


You might also like!