kolkata

1 week ago

Weather forecast of Bengal: গরমের দাপট থেকে স্বস্তি মিলবে শীঘ্রই, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Relief from the scorching heat will come soon
Relief from the scorching heat will come soon

 

কলকাতা, ৪ মে: তীব্র গরম ও তাপপ্রবাহের দিন এবার শেষ হতে চলেছে; রবিবার পর্যন্ত সেভাবে স্বস্তি না মিললেও সোমবার থেকে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বদলে যাবে আবহাওয়া। আগামী সোমবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও আর তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাও আবার কলকাতা-সহ দক্ষিণববঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

আলিপুর আবহাওয়া দফতর একইসঙ্গে জানিয়েছে, ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে তাপপ্রবাহের আর সতর্কতা থাকছে না। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


You might also like!