kolkata

1 week ago

During the third phase of elections: তৃতীয় দফার নির্বাচনের সময় রাজ্যে থাকবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

406 companies of central forces (Symbolic Picture)
406 companies of central forces (Symbolic Picture)

 

কলকাতা, ২৪ এপ্রিল: তৃতীয় দফার নির্বাচনের সময় রাজ্যে থাকবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে ৩৩৪ কোম্পানি বাহিনী। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। এরই মধ্যে রাজ্যে আসছে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের প্রত্যেকটি বুথ সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা। ন্যূনতম চারজন কেন্দ্রীয় জওয়ান থাকবেন এক একটি বুথে। এক বুথ বিশিষ্ট কেন্দ্রে চারজন জওয়ান। তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান প্রহরা দেবেন। পাঁচের বেশি বুধ যেখানে আছে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে বুথের প্রহরার জন্য।

জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদা থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকবে ৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কুইক রেসপন্স টিম, কিউআরটি ক্ষেত্রে এই নির্বাচনে বিশেষ জোর দেওয়া হয়েছে। জঙ্গিপুরে মোতায়েন থাকছে ৬৩টি কিউআরটি । কৃষ্ণনগরে ১২ টি কিউআরটি । মালদায় সব থেকে বেশি ১৪৩ টি কিউআরটি । মুর্শিদাবাদে ১১৩ টি কিউআরটি । প্রত্যেক কিউআরটি -তে থাকবে কমপক্ষে 8 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে প্রায় ১১০০০।

You might also like!