kolkata

1 week ago

Weather forecast :হাঁসফাঁস গরম থেকে মিলল না মুক্তি, আপাতত বৃষ্টির প্রতীক্ষায় সমগ্র দক্ষিণবঙ্গ

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৬ মে : হাঁসফাঁস গরম থেকে এখনও মিলল না মুক্তি, আপাতত বৃষ্টির প্রতীক্ষায় সমগ্র দক্ষিণবঙ্গ। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ চলছিল, তা সমাপ্ত হতে চলেছে বৃষ্টির সৌজন্যে। তবে, সোমবার সকাল পর্যন্ত প্রতীক্ষিত সেই বৃষ্টির দেখা মিলল না, শুধু দমকা হাওয়ায় ক্ষণিক স্বস্তি মিলেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

এত দিন শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ু ঢুকছিল বাংলায়, এখন হাওয়ার দিক বদল হচ্ছে। বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধি পাচ্ছে। কাছাকাছি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে। সে কারণেই বৃষ্টির উপযোগী অবস্থা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে ছয় থেকে আট দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে। ৪-৬ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। বেশির ভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। তার নীচেও নামতে পারে।

পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও কালবৈশাখীও হতে পারে। আগামী বুধ-বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণের বিভিন্ন জেলায়। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে দক্ষিণে মূল বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। তবে, বুধ এবং বৃহস্পতিবারও চলতে পারে বৃষ্টি। দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।


You might also like!