Country

1 week ago

Kedarnath :অক্ষয় তৃতীয়ায় খুলছে কেদারনাথের দরজা, সাজানো হচ্ছে ফুল দিয়ে

The doors of Kedarnath are opened on Akshaya Tritiya, decorated with flowers
The doors of Kedarnath are opened on Akshaya Tritiya, decorated with flowers

 

দেহরাদুন, ৯ মে : ৬ মাস টানা বন্ধ থাকার পর শুক্রবার খুলতে চলেছে কেদারনাথ মন্দির।শীতে বন্ধ হয়ে গিয়েছিল চারধামের পথ। বন্ধ হয়েছিল কেদারনাথ ধামেরও দরজা। সাধারণত, আবহাওয়ার উপর ভিত্তি করে নভেম্বরের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ভারতের অন্যতম জ্যোতির্লিঙ্গের মন্দির। নিয়ম অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের প্রধান দরজা।

প্রতিবছর প্রথা মেনে কেদারনাথের পঞ্চমুখী মূর্তিকে দোলায় নিয়ে বহন করে উখিমঠ থেকে গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে পৌঁছানোর পর সেখানেই রাতে পুজো করে রাত্রিযাপন করা হয়। ৭ মে পঞ্চমুখী দোলার পথ চলা শুরু হয়েছিল গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দির থেকে। এরপর গৌরীকুন্ড থেকে শুরু হয়ে গৌরীদেবী মন্দির থেকে বৃহস্পতিবার সন্ধ্যের সময় কেদারনাথ ধামে পৌঁছাবে পঞ্চমুখী মূর্তি। শুক্রবার সকাল ৭টার সময় দর্শনার্থীদের জন্য কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হবে।

শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় বৃহস্পতিবার জানান, কেদারনাথ ধামের দরজা খোলার প্রস্তুতি পুরোদমে চলছে এবং মন্দিরকে ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হচ্ছে।


You might also like!