জামশেদপুর, ১৯ মে : কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ঝাড়খণ্ডের জামশেদপুরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উন্নয়ন সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর। তাঁর কথায়, উন্নয়নের ক, খ, গ সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর। তাঁদের পদ্ধতি হল- মিথ্যা বলো, জোরে কথা বলো, বারবার কথা বলো, এখানে-ওখানেও কথা বলো। তাঁরা দরিদ্রদের সম্পত্তির এক্স-রে করতে চায়, তাঁরা এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নেবে, তাঁরা প্রতিদিন মোদীকে গালি দেবে। এর বাইরে তাঁরা ভাবতেই পারে না।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি করেছে জেএমএম। তাঁরা দরিদ্র আদিবাসীদের জমি দখল করেছে, সেনাবাহিনীর জমি দখল করেছে। তাঁদের বাড়ি থেকে উদ্ধার করা নোটের পাহাড় আপনাদের। আমি উপায় খুঁজছি, আমি এই সমস্ত অর্থ সেই গরীব লোকজনকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। এটাই মোদীর গ্যারান্টি।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেসের মতো দলগুলি কখনই আপনাদের গুরুত্ব দেয়নি। এই লোকজন ৬০ বছর ধরে ''গরিব হটাও''-এর মিথ্যে স্লোগান দিয়েছিল। এখন মোদী, যিনি ২৫ কোটি গরিব মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছেন।"