Country

2 weeks ago

Yogi Adityanath:ডিভাইড অ্যান্ড রুল কংগ্রেসের প্রবৃত্তি : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ২ মে : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ''রাম'' বনাম ''শিব'' মন্তব্যের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, "ডিভাইড অ্যান্ড রুল কংগ্রেসের প্রবৃত্তি।" বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "কংগ্রেস প্রতিটি ইস্যুতে ব্রিটিশদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁরা দেশ, অঞ্চল, ভাষার নামে সমাজকে বিভক্ত করেছে।"

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, "রাম ও শিব আলাদা নয়, ভগবান রাম নিজে ভগবান শিবের পুজো করতেন। উভয়ই একে অপরের পরিপূরক। কংগ্রেসের ভাবমূর্তি সামনে আসছে। ভারতের সনাতন ঐতিহ্যকে অপমান করা, ভারতের বিশ্বাস নিয়ে খেলা কংগ্রেসের প্রবণতা এবং কংগ্রেস সভাপতি নিজের বক্তৃতায় একই কথা বলছেন। তাঁর এই বক্তব্য অত্যন্ত নিন্দনীয়।"


You might also like!