Country

7 months ago

Delhi High Court:আবগারি মামলায় জামিনের আর্জি কে কবিতার, সিবিআই-কে নোটিশ দিল্লি হাইকোর্টের

Kavitha's bail plea in excise case, notice to CBI by Delhi High Court
Kavitha's bail plea in excise case, notice to CBI by Delhi High Court

 

নয়াদিল্লি, ১৬ মে  : দিল্লি আবগারি মামলায় জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বরস্থ হয়েছেন বিআরএস নেত্রী কে কবিতা। কে কবিতার জামিন আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার সিবিআই-কে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে ফের শুনানি হবে আগামী ২৪ মে। দিল্লি আবগারি মামলায় এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছেন কে কবিতা।

হাজতে থেকেই দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর মামলায় জামিনের আবেদন চেয়েছেন কে কবিতা। কে কবিতার জামিন আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। এ বিষয়ে ফের শুনানি হবে আগামী ২৪ মে।


You might also like!