Country

8 months ago

Anurag Thakur:সংবিধানকে চূর্ণ করার কাজ যদি কেউ করে থাকে, তা হল কংগ্রেস : অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

বিলাসপুর, ১৬ মে  : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের বিলাসপুরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, "যদি কেউ সংবিধানকে চূর্ণ করার কাজ করে থাকে তবে তা হল কংগ্রেস। নরেন্দ্র মোদী সরকার ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে, কংগ্রেস ভুল ধারণা ছড়ানোর কাজ করেছে এবং এসসি/এসটি সম্প্রদায়ের ভোট পাওয়া সত্ত্বেও তাঁদের জন্য কিছুই করেনি।"

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "এই দেশ ফরমান, ফতোয়া ও জিহাদে চলবে না, দেশ চলবে আম্বেদকরের সংবিধানে।" প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে শরদ পওয়ারের মন্তব্যেরও সমালোচনা করেছেন অনুরাগ ঠাকুর।


You might also like!