Country

7 months ago

Narendra Modi:মোদীর গ্যারান্টি বলতে কী বোঝায় তার প্রকৃত উদাহরণ হল সিএএ আইন : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

লালগঞ্জ, ১৬ মে : মোদীর গ্যারান্টি বলতে কী বোঝায় তার প্রকৃত উদাহরণ হল সিএএ আইন। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তর প্রদেশের লালগঞ্জ-এর নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গতকালই সিএএ আইনে শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে। এরা সেই মানুষ যারা আমাদের দেশে দীর্ঘদিন ধরে শরণার্থী হয়ে বসবাস করে আসছেন, এরা সেই মানুষ যারা ধর্মের ভিত্তিতে ভারত ভাগের শিকার হয়েছিলেন।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "ইন্ডি জোটের লোকজন বলছে, মোদী সিএএ এনেছে, যেদিন মোদী যাবে, এই সিএএও যাবে। দেশের মানুষ জেনে গিয়েছে, এটা ভোটব্যাংকের রাজনীতি খেলে, হিন্দু-মুসলমানের মধ্যে মারামারি করানো।'''' মোদী বলেছেন, সাত দশক ধরে সাম্প্রদায়িকতার আগুনে দেশকে সংগ্রাম করতে বাধ্য করেছিল কংগ্রেস।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, মোদী কাশ্মীরে শান্তির নিশ্চয়তা দিয়েছে। ৩৭০-এর দেওয়াল ভেঙে দিয়েছে মোদী। আগে যখনই নির্বাচন আসত, হরতাল হত, সন্ত্রাসীরা হুমকি দিত, কিন্তু এবার শ্রীনগরে আগের বহু নির্বাচনের রেকর্ড ভেঙে গিয়েছে।


You might also like!