kolkata

1 week ago

West Bengal Weather Update : স্বস্তির বৃষ্টি, রবিবার আজ থেকেই ভিজবে বাংলা

West Bengal Weather Update
West Bengal Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা আছে। তবে এদিন কিছুটা অস্বস্তিকর গরমও থাকবে বলে জানা গেছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু কলকাতা নয়, এই সপ্তাহ থেকে স্বস্তির বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। এতদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় যে মারাত্মক তাপপ্রবাহ চলছিল, সেটা থেকে রেহাই এনে দেবে বৃষ্টি।

উল্লেখ্য, সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসময় গরমও কিছুটা কমবে। বৃষ্টির ফলে স্বস্তি মিলবে।

You might also like!