kolkata

1 week ago

NET UG 2024:নিট ইউজি ২০২৪, প্রার্থীদের জন্য ২৩টি নির্দেশিকা জারি

NET UG 2024
NET UG 2024

 

কলকাতা: রবিবার  ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি ২০২৪। অ্যাডমিট কার্ডের পাশাপাশি প্রার্থীদের ২৩টি নির্দেশিকা জারি করা হয়েছে। এগুলো মেনে চললেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে।

কেরিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ পারিজাত মিশ্র জানিয়েছেন, এর সঙ্গে বলা হয়েছে, পরীক্ষার সময় ও কেন্দ্র থেকে বেরোনোর আগে ওই নির্দেশিকা মেনে চলতে হবে। পরীক্ষার সময় পড়ুয়াদের কী ধরনের পোশাক পড়তে হবে আর কী নয়, সে সম্পর্কেও অবহিত করা হয়েছে নির্দেশিকায়।

জারি করা নির্দেশিকা- পরীক্ষার্থীরা সকাল ১১ টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

দুপুর দেড়টার পর কোনও পরীক্ষার্থী আর হলে প্রবেশ করতে পারবেন না।

বড় বোতামযুক্ত এবং আঁটোসাঁটো পোশাক পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই ৷

গলায় কোনও ধরনের হার থাকলে চলবে না ৷ এছাড়াও, নাকের পিন, কানের দুল, হাতে ব্রেসলেট পরে ঢোকা যাবে না ৷ কোনও ধাতব বস্তু সঙ্গে রাখা যাবে না ৷

প্রার্থীদের প্রবেশের সময় আইডি প্রুফ আনতে হবে ৷ তাতে আধার কার্ড ব্যবহার করা আবশ্যক ৷ এছাড়াও, রেশন কার্ড, ছবির সঙ্গে আধার তালিকাভুক্ত নম্বর, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, দ্বাদশ শ্রেণির বোর্ডের প্রবেশপত্র এবং পাসপোর্ট হলে প্রবেশের জন্য নিয়ে যাওয়া যেতে পারে ৷ ছবি শুধুমাত্র আসল নিতে হবে। জেরক্স বা ফটোকপি কিংবা মোবাইলে যেকোনও ধরনের ফটো আইডি দেখালে কাজ হবে না। প্রার্থীদের শুধুমাত্র জলের বোতল নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷

পরীক্ষার্থীদের মোবাইল, ইয়ারফোন, ব্লুটুথ ইত্যাদি কোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে নিয়ে পারবে না। পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ পরীক্ষা কক্ষ বা হল ত্যাগ করতে পারবেন না ৷ পরীক্ষার্থীদের একদিন আগে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা পরীক্ষার দিন কোনো সমস্যার সম্মুখীন না হয়।

প্রবেশপত্রের নির্ধারিত স্থানে তাঁর স্বাক্ষর করতে হবে।

পরীক্ষার সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে ৷

পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীকে ওএমআর শিটের মূল কপি উভয়ই পরীক্ষকের কাছে হস্তান্তর করতে হবে ৷

কোনও পরীক্ষার্থী অন্যায়ভাবে ধরা পড়লে তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এমনকী কোনওরকম কাগজ নিজের কাছে রাখা যাবে না। খাবার জিনিসও সঙ্গে রাখা যাবে না পরীক্ষা কেন্দ্রে।


You might also like!