West Bengal

1 week ago

Mamata Banerjee : রেকর্ড জন সমাগম দুর্গাপুরে মমতার রোড শোয়ে

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কীর্তি আজাদ তৃণমূল প্রার্থী হলেও সোমবার গ্যামনব্রিজ ময়দানে জনসভা শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল, মঙ্গলবার নরেন্দ্রনাথের সমর্থনে রোড শো করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে নরেন্দ্রনাথ হোন বা কীর্তি আজাদ, অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে দিল এদিনের রোড শো। প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত প্রায় আড়াই কিমি পথের দু’ধারে শুধুই জনতার ঢল দেখা গিয়েছে।

তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলান কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক। আড়াই কিমি রাস্তা হেঁটে শেষ করতে সময় লাগল প্রায় এক ঘণ্টা। হাঁটার ফাঁকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথাও বলেন মমতা। রোড শো শেষে ভিড়িঙ্গি মোড়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী, অপূর্ব মুখোপাধ্যায় ও কীর্তি আজাদকে একসঙ্গে ডেকে তাঁদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে গাড়িতে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। নরেন্দ্রনাথ বলেন, ‘আমাদের ডেকে দিদি একটাই নির্দেশ দিয়েছেন, জিততে হবে। অপূর্ব মুখোপাধ্যায়কেও এবার ময়দানে দেখা যাবে।’

এদিন পুরুলিয়া ও বাঁকুড়াতে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার পাত্রসায়রের সভা শেষে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় সংলগ্ন একটি স্কুলমাঠে নামে মমতার কপ্টার। সেখান থেকে গাড়িতে পাঁচমাথা মোড়ে আসতেই রোড শো শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বাজারের দোকান ও মলের ক্রেতা-বিক্রেতারা রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন। বাড়ির ছাদে ভিড় করেন অনেকে। দাঁড়িয়ে পড়েন বহু পথচলতি মানুষ। ভিড়ের একটা বড় অংশে ছিলেন মহিলা ও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা। ৫৪ ফুট এলাকা থেকে আসা মিনতি সরকার বলেন, ‘দিদির জন্য প্রতি মাসে এক হাজার টাকা পাচ্ছি। তাঁকে সমর্থনের জন্য রোড শোয়ে এসেছি।’

সোমবার গ্যামনব্রিজ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় দেখা গিয়েছিল দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়কে। এদিনও তাঁকে রোড শোতে দেখা গেল। প্রান্তিকা থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটেন অপূর্ব। এছাড়া ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রদীপ মজুমদার।

You might also like!