Country

7 months ago

Anurag Thakur:''বর্ণবিদ্বেষী'' মন্তব্য নিয়ে স্যাম পিত্রোদাকে নিশানা অনুরাগ ঠাকুরের

Anurag Thakur
Anurag Thakur

 

নয়াদিল্লি, ৮ মে : বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর।

বুধবার তিনি বলেন, স্যাম পিত্রোদা, আপনি আর কতবার ভারতীয়দের অপমান করবেন? এর চেয়ে বড় বর্ণবিদ্বেষী বক্তব্য আর কী হতে পারে? জাতপাত, অঞ্চলের নামে দেশকে আর কত ভাগ করবেন? দেশ এটা মেনে নেবে না। কংগ্রেসের ঘৃণ্য চেহারা এখন সবার সামনে এসে গেছে। আমরা এর নিন্দা করি।

উল্লেখ্য, সম্প্রতি পিত্রোদা মন্তব্য করেন, পূর্ব ভারতের লোকেদের চীনাদের মতো এবং দক্ষিণ ভারতের লোকেদের আফ্রিকানদের মতো দেখতে। পশ্চিমের মানুষজনকে আরবি আর উত্তর ভারতীয়দের শ্বেতাঙ্গদের মতো দেখতে। এই বক্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। বহু মানুষও পিত্রোদার মন্তব্যকে ‘বর্ণবিদ্বেষী’ বলেছেন।


You might also like!