Country

2 days ago

Snowfall in Himachal:হিমাচলে তুষারপাত; ঠান্ডায় কাঁবু দিল্লি, শৈত্যপ্রবাহ উত্তর প্রদেশে

Snowfall in Himachal
Snowfall in Himachal

 

নয়াদিল্লি, ২ জানুয়ারি : রাজধানী দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত ঠান্ডায় কাঁপছে, কনকনে ঠান্ডায় কাঁবু হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডও। হিমাচল প্রদেশের পাহাড় ঢেকেছে শ্বেতশুভ্র বরফের চাদরে, লাহাউল-স্পিতি উপত্যকা ঠান্ডায় কাঁপছে, সেখানে নতুন করে আবারও তুষারপাত হয়েছে।

শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা উত্তর প্রদেশেও, অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ সর্বত্রই কনকনে ঠান্ডা। আর রাজধানী দিল্লিতে বৃহস্পতিবারও জমজমাট ঠান্ডা অনুভূত হয়েছে।

You might also like!