ভুবনেশ্বর, ৬ মে: আগামী ৪ জুন বিজেডি সরকারের মেয়াদ হচ্ছে ওডিশায়। সোমবার ওডিশার বেরহামপুর ও নবরঙ্গপুরের জনসভা থেকে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ভুবনেশ্বরে ১০ জুন বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করলেন ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েক।
সোমবার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, "ওডিশায় সরকার গঠনের দিবাস্বপ্ন দেখছে বিজেপি।" প্রধানমন্ত্রীর বক্তব্যে রীতিমতো হেসে উড়িয়ে দিয়েছেন নবীন পট্টনায়েক। উল্লেখ্য, সোমবার ওডিশার বেরহামপুর ও নবরঙ্গপুরে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ৪ জুন বিজেডি সরকারের মেয়াদ হচ্ছে ওডিশায়।