Country

1 week ago

ISC 12th Result 2024: ISC-র ফলাফল প্রকাশিত! দ্বাদশের ফলে পাশের হারে এগিয়ে মেয়েরা, রাজ্যের ফল কেমন?

ISC 12th Result 2024
ISC 12th Result 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রকাশিত হল এবছরের আইসিএসই (ISCE) দশম এবং আইএসসি (ISC)-র অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফলাফল। রাজ্যে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ। ISCE-তে ছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে ছাত্রদের তুলনায়। ছাত্রীদের পাশের হার ISCE-তে ৯৯.৪১ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৯.০৭ শতাংশ। ISC তেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ISC-তে রাজ্যে ছাত্রীদের পাশের হার ৯৮.৪৬ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ।

এ বছর রাজ্য থেকে আইসিএসই (ISCE) পরীক্ষা দিয়েছে ৪২,৩৭২ জন, আইএসসি (ISC) পরীক্ষা দিয়েছেন ২৭,৬২১ জন। সকাল ১১’টায় ফল প্রকাশ করেছে CISCE বোর্ড। ১২ ফেব্রুয়ারি ২০২৪-এ আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হয় ৩ এপ্রিল। এবং ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসই-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ২৮ মার্চ। আগেই এই পরীক্ষার ফল মে মাসে প্রকাশ করবে তা জানিয়েছিল বোর্ড। আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনার কথা আগেই জানিয়েছিল বোর্ড।

কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের নিয়ম অনুযায়ী, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তথা ICSE-তে উত্তীর্ণ হওয়ার জন্য পড়ুয়াদের প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। সার্বিকভাবেও ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। আর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে তো পাশ মার্ক আরও বেশি হয়। প্রত্যেক পড়ুয়াকে প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৫ শতাংশ নম্বর পেতে হয়। আর সার্বিকভাবে মোট নম্বরও কমপক্ষে ৩৫ শতাংশ হতে হবে। তবে কোনও পড়ুয়া পাশ করেছে বলে বিবেচনা করবে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন।


You might also like!