West Bengal

1 week ago

Satabdi Roy: কলকাতা ও বীরভূমে ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি! শতাব্দী রায়ের সম্পত্তির খবর শুনেছেন?

Satabdi Roy (File Picture)
Satabdi Roy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে ফের একবার অভিনেত্রী শতাব্দী রায়কে টিকিট দিয়েছে তৃণমূল। আবারও একবার বীরভূম কেন্দ্র থেকে লড়াই করতে চলেছে তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচার। এবার নিজের মনোনয়ন পেশ করেছেন। একইসঙ্গে জানাতে হয়েছে তাঁর আয়ের হিসেব ও সম্পত্তির ক্ষতিয়ান। মনোনয়ন পেশের সময় হলফনামা দিয়ে নিজের ও নিজের স্বামীর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন তিনি।

বিগত বছরগুলিতে শতাব্দী রায়ের রোজগার

হলফনামা অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষে শতাব্দী রায়ের রোজগার ছিল ১৪ লাখ ৮১ হাজার ৪৪৩ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার ছিল ১১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লাখ ১১ হাজার ৭১০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছেন ১১ লাখ ৯৩ হাজার ৮৩০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছেন ৮ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা। ৩১ মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী শতাব্দী রায়ের হাতে থাকা নগদের পরিমাণ হল ৬৫ হাজার টাকা।

অস্থাবর সম্পত্তি কত?

বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের ১০টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি ফিক্সড ডিপোজিট রয়েছে ১২টি। মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ রয়েছে তাঁর। এনএসসি রয়েছে ৩৭টি। শতাব্দীর একটি গাড়ি রয়েছে, যার দাম ৩০ লাখ ৫৮ হাজার ১১ টাকা। এছাড়াও হার, দুল, চুরি, বালা, আঙটি সহ বেশকিছু গয়নাও রয়েছে তাঁর। সব মিলিয়ে শতাব্দী রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৩ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ৭৬৯.৯৫ কোটি টাকা।

স্থাবর সম্পত্তি কত?

এবার যদি তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায়, তাহলে দেখা যাবে এককভাবে ৩টি ফ্ল্যাট ও স্বামীর সঙ্গে যৌথভাবে আরও একটি ফ্ল্যাটের মালিক তিনি। কলকাতা ছাড়াও বোলপুরেও ফ্ল্যাট রয়েছে তাঁর। শতাব্দীর স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ৫ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা। তবে শতাব্দী রায়ের লোনও রয়েছে। হলফনামা অনুযায়ী শতাব্দী রায়ের মোট লোনের পরিমাণ ২ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা।

শতাব্দীর স্বামীর সম্পত্তি কত?

অন্যদিকে এফিডেভিড বলছে ৩০ মার্চ ২০২৪ অনুযায়ী শতাব্দী রায়ের স্বামীর হাতে নদগের পরিমাণ ৩০ হাজার টাকা। পাশাপাশি তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৩ লাখ ৭ হাজার ৭৩১.৩৭ টাকা। আর তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লাখ টাকা। তবে তাঁর নামে কোনও লোন অবশ্য নেই।

You might also like!