Country

3 hours ago

Bihar Politics: এনডিএ জনগণের অধিকার কেড়ে নিতে চায়, কটাক্ষ তেজস্বী যাদবের

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ২৬ আগস্ট : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র তীব্র সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর কথায়, "এনডিএ-র অর্থ 'নাহি দেঙ্গে অধিকার'। তাঁরা জনগণের অধিকার কেড়ে নিতে এবং সংবিধানের অবসান ঘটাতে চায়।" 'ভোটার অধিকার যাত্রা' সম্পর্কে আরজেডি নেতা তেজস্বী যাদব মঙ্গলবার বলেন, "আমরা রাহুল গান্ধীর সঙ্গে যাত্রায় আছি এবং আমরা জনগণের সঙ্গে যোগাযোগ করছি। জনগণও উৎসাহী। মহাজোট জনগণের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে, যা এনডিএ-কে বিরক্ত করেছে। 'এনডিএ' মানে 'নাহি দেঙ্গে অধিকার'। তাঁরা জনগণের অধিকার কেড়ে নিতে চায় এবং সংবিধানকে শেষ করতে চায়। তাঁরা গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করছে এবং আমরা তা হতে দেব না। আসন্ন নির্বাচনে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।"

১৩০-তম সংবিধান সংশোধনী বিল সম্পর্কে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "এই দেশে একনায়কতন্ত্র চরমে। দারিদ্র্য, বেকারত্ব বা কৃষকদের অবস্থা নিয়ে কোনও আলোচনা নেই। এই বিলটি মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য আনা হয়েছে। আমরা আগেও এই বিলের বিরোধিতা করেছিলাম। তারা কখনই বিহারের উন্নয়ন নিয়ে আলোচনা করে না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, বিহারের অগ্রগতি ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না।"


You might also like!