Technology

7 months ago

Realme-এর ধামাকা, 15,000 টাকার মধ্যে আনছে সেরা স্মার্টফোন

Realme NARZO 70 5G
Realme NARZO 70 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আগামীকাল, 24 এপ্রিল ভারতে একটি নতুন লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। সেখানে কোম্পানি Realme Narzo 70 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাবে বলে শোনা যাচ্ছিল। ব্র্যান্ডটি ইতিমধ্যেই Realme Narzo 70x 5G লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছিল। আর এখন, রিয়েলমির তরফে ঘোষণা করা হয়েছে যে, স্ট্যান্ডার্ড Narzo 70 5G-ও একই দিনে লঞ্চ হবে। চলুন তাহলে আসন্ন লঞ্চের আগে, এই ফোনটির সর্ম্পকে কি কি তথ্য এখনও পর্যন্ত জানা গেছে, দেখে নেওয়া যাক।

Realme NARZO 70 5G এর লঞ্চ ডেট

Realme তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন Realme NARZO 70 5G স্মার্টফোন লঞ্চ সম্পর্কে জানিয়েছে।

24 এপ্রিল দুপুর 12:00 টায় Realme NARZO 70x 5G ফোনটি পেশ করা হবে।

ওয়েবসাইট থেকে পাওয়া ডিটেইলস অনুযায়ী Realme NARZO 70 5G ফোনটি 15 হাজার টাকার চেয়েও কম দামে সেল করা হবে।

নতুন টিজারে ফোনটি লাইট ব্লু কালার অপশনে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে বড়ো সার্কুলার মডিউল ক্যামেরা রয়েছে। এতে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme NARZO 70 5G এর স্পেসিফিকেশন

কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে Realme NARZO 70 5G ফোনে এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হবে।

কোম্পানির ওয়েবসাইটে থাকা মাইক্রো লাইভ অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক ডায়মনসিটি 7050 চিপসেট সহ লঞ্চ করা হবে।

Realme NARZO 70 5G ইমেজ অনুজায়ও এতে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে।

সুন্দর পারফর্মেন্সের জন্য Realme NARZO 70 5G ফোনে ভ্যাপার কুলিং চেম্বার দেওয়া হবে। ফলে ফোনটি হিট হওয়া থেকে সুরক্ষিত হবে। এর মাপ প্রায় 4,356mm² হবে বলে জানানো হয়েছে।


You might also like!